
- মোহাম্মদ অলিউল্লাহ
ফটিকছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অপর দিকে উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব সভাপতিত্বে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার মুক্তিযাদ্ধা জহুরুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য,২৭৯ চট্টগ্রাম-২।(ফটিকছড়ি), ফটিকছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির মুখ্য উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।
এতে অন্যান্যের মধ্য আরোও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, ফটিকছড়ি থানা ইনচার্জ বাবুল আক্তার, ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরপ্রধানরা উপস্থিত ছিলেন মেয়র, ফটিকছড়ি পৌরসভা ও মেয়র ,নাজিরহাট পৌরসভা, ডিজিএম ফটিকছড়ি, ডিজিএম আজাদী বাজার এবং অফিসার-ইন চার্জ, ফটিকছড়ি থানা ও ভূজপুর থানাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন