মোহাম্মদ জুবাইর
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন,দেবী দুর্গা মত্যলোকে অসুর নিধন করে সুর -সত্য-সুন্দর ও মঙ্গলের বার্তা প্রদান করে কৈলাসে ফিরে যাচ্ছে-একে আমরা বিসর্জন বা নিরজ্ঞন যা-ই বলিনা কেন সনাতন ধর্মলম্বীদের অন্তরে চির জাগ্রত থাকবেন। করোনা মহামারী বিনাশে এবারে শারদীয় দুর্গোৎসব সংযম ও শৃঙ্খলায় শান্তি ও সম্প্রীতির জয়গান গেয়েছে। তার সুর প্রতিদিন প্রতিক্ষণ অনুরনিত হোক।
বিজয়া দশমির দিন বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবী দুর্গার বিসর্জন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে উপস্থিত ছিলেন পিএস টু প্রশাসক আবুল হাশেম,উপ- পুলিশ কমিশনার বন্দর কামরুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অলক বিশ্বাস,অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি আবু বক্কর সিদ্দিক, মহানগর পূজা উদাযাপন কমিটির সভাপতি এডভোকেট চন্দন তালুকদার, সাধারন সম্পাদক শ্রী প্রকাশ অসিত, লায়ন আশিয ভট্টাচার্য, চসিক তওবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ,তওবধায়ক প্রকৌশলী অসীম বড়ুয়া,চসিক উপ-সচিব আশেক রসুল টিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন