সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সারাদেশ সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এহইয়াইউস সুন্নাহ ফাউন্ডেশন

মোঃ অলিউল্লাহ ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির ভূজপুর পশ্চিম কৈয়া শ্মশান বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।২৬ শে অক্টোবর সকাল ৯টা হতে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত প্রজ্ঞালোক মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এহইয়াইউস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
বিশেষ অতিথি ছিলেন এহইয়াইউস সুন্নাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন, শ্রী দুলাল কান্তি আচার্য্য, লায়ন রণজিৎ বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, নন্দন বড়ুয়া, বিজন বড়ুয়া, রনি বড়ুয়া, সজল বড়ুয়া বড়ুয়া, মন্টু বিকাশ বড়ুয়া, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ইউছুপ, মাস্টার ইদ্রিস, লোকমান সওদাগর প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা নিজাম উদ্দিন বলেন, এহইয়াইউস সুন্নাহ ফাউন্ডেশন দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে এই সংগঠন দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসা মসজিদ এতিমখানা সহ যেকোন ধর্মের উপসনালয়ে এ সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে। আগামীতেও এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype