সোমবার-৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার বিদায় অনুষ্টান

মানিকছড়ি প্রতিনিধি
মানিকছড়ি উপজেলায় প্রবীণ ৫ জন শিক্ষক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদোন্নতি জনিত কারনে বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বিদায়সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের দীর্ঘদিনের সহকর্মী মানিকছড়ি প্রাথমিক শিক্ষক পরিবার।
২১ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় মানিকছড়ি উপজেলা টাউনহলে বিদায়সংবর্ধনার আয়োজন করা হয়।গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম এর সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা,সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম প্রমুখ।
এ উপলক্ষে‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সরকারি -বেসরকারি কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।
তাদের সম্মানে মানিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।পরে বিদায়ীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype