
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি)
প্রতি বছরের ন্যায় এবার ও রামগড় পৌরসভার ৩ নং ওয়ার্ডের হিন্দু পরিবারের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী পৌছে দিলেন রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু দত্ত।
দেখা গেছে প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গোৎসবসহ কোরবান ও রোজা ঈদে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিজ এলাকায় তিনি উপহার সামগ্রী পৌছে দিয়েছেন তার(গর্জনতলী) নির্বাচনী এলাকায়। ১হাজার উপহার সামগ্রীর মধ্যেছিলো ৩০০ পিস শাড়ি,২০০ পিস লুঙ্গি ,১০০ পিস টি শার্ট এবং ৪০০ পিস গেঞ্জি।
উপহার বিতরণ কালে কাউন্সিলর বিষ্ণু দত্ত এ প্রতিনিদিকে বলেন,শারদীয় দুর্গোৎসব সবার মাঝে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সুসংহত করার লক্ষ্যে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছর দূর্গা পূজায় ব্যক্তিগত ভাবে সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকি। ধর্মীয় অনুষ্ঠানাদি মানুষের মাঝে পারস্পরিক বন্ধন সৃষ্টি করে থাকেন। তিনি আরো বলেন নির্বাচনী এলাকার মানুষ সকলেই আমার প্রিয়জন তাদের ঋন কখনো শোধকরা যাবেনা। আজ তারা আছে বলেই আমি কাউন্সিলর।