নিউজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানায় আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গত শনিবার বিকেলে নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকায় কোচিং-এ যাওয়ার সময় হামিদিয়া স্কুলের সামনে থেকে আনিসুল ইসলাম রাকিব নামে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করে চাঁন্দগাও থানা পুলিশ। জনা যায়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম শহরের মুরাদপুর ও বহদ্দারহাটে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশগ্রহণ করে রাকিব। স্কুলের শিক্ষার্থী হলেও চলমান ছাত্র আন্দোলনে অন্যান্য সহপাঠীদের ন্যায় সেও যোগদান করে। তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তানজিনা জাহান ফারিয়া জানান, “কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় আমার ছোটভাইকে আটক করা হয়। সে ছোট মানুষ। তেমন কোন দোষ করে নি। বিষয়টি ফারাজ করিম চৌধুরীকে জানালে তিনি তাৎক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ করেন এবং ছেলেটির আইনশৃঙ্খলা বিরোধী কোন কাজে প্রমাণ না পাওয়ায় ও তার বয়স বিবেচনায় রেখে আইনীভাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাদের প্রতি আহবান জানান৷ পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এতে সম্মতি দেন এবং রাকিবকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেন।