লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
রাউজানে ১৯৯৬ সাল থেকে ২৫ লাখ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়কের পাশে ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় আরো ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপন করা হবে। আগামীকালের রোপন করা সহ ২০২৪ সালে রাউজানে মোট ২৬ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন হবে। এসব বৃক্ষ রোপনে নেতৃত্বে ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। ১৭ জুলাই বুধবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বৃহস্পতিবার একদিনে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে সাংবাদিক সম্মেলন আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান পৌনসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদুস, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, বেলাল উদ্দিন, প্রদীপ শীল, জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক তৈয়ব চৌধুরী, এস এম ইউসুফ উদ্দিন, জয়নাল আবেদীন জুবায়ের, বর্তমান সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কামাল উদ্দিন, লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, আবিদ মাহমুদ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় ৩২ হাজার পাঁচ শত চারা রোপন করা হবে। চট্টগ্রাম রাঙামাটি সড়কে কৃষ্ণচুড়া, পলাশ, জারুল ও শিমুল গাছের চারা রোপন করা হবে। তিনি আরো বলেন, ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হবে সবুজয়ান রাউজান । কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের।উল্লেখ্য, একদিনে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপনের জন্য গর্ত করে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির চারা পৌছানো হয়েছে।