শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত, জনপ্রিয় আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ টায় রাউজান পৌরসভার কনফারেন্স রুমে দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্ভোধক ছিলেন দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। দৈনিক সাঙ্গুর রাউজান প্রতিনিধি সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, দৈনিক সাঙ্গুর সিনিয়র ষ্টাফ রিপোর্টার মুহাম্মদ হুমায়ুন কবির। রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম,রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন,আল আকসা ট্রেডিংয়ের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন । বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা বেলাল উদ্দিন। সাবেক সভাপতি প্রদীপ শীল,সিনিয়র সভাপতি নেজাম উদ্দিন রানা,সহ সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নিজস্ব প্রতিবেদক হাটহাজারী মাহাম্মদ আল আজাদ, শাহাদাত হোসেন সাজ্জাদ, রয়েল দত্ত,সাংবাদিক হাবিব উল্লাহ, জুয়েল সিকদার, ফটো সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নাসির উদ্দীন, নকীব সিদ্দিকী, সাবের হোসেন সহ এবং বিশিষ্টজনেরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সমবেত অতিথিরা। দৈনিক সাঙ্গু পত্রিকাকে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, ‘প্রথম থেকেই সাঙ্গু পত্রিকা ভালোভাবে শুরু করেছে। সাঙ্গু পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদের কারণে পাঠকের মনে স্থান করে নিতে পেরেছে। বেশ কিছু আলোচিত রিপোর্ট করে এটি তার মাপকাঠির প্রমাণ দিয়েছে। এই পত্রিকা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। দৈনিক সাঙ্গু স্তুনিষ্ঠতা, সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype