সোমবার-৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে: ফজলে করিম চৌধুরী এমপি

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে। তথ্যনির্ভরহীন সাংবাদিকতা দ্বারা জাতি বিভ্রান্তি হয়, দেশের সুনাম ক্ষুন্ন হয়। নেতিবাচক প্রভাব ফেলে এমন সংবাদ পরিবেশন না করাই ভালো। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাউজান প্রেসক্লাবের বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, জিয়াউর রহমান, কামাল উদ্দিন হাবিবী,কামরুল ইসলাম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,দপ্তর সম্পাদক আমির হামজা,অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন, সদস্য রতন বড়ুয়া, রয়েল দত্ত। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত, কামরুল হাসান বাহাদুর, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক শ্লোগান পত্রিকার সম্পাদক জহির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল,উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে প্রমুখ৷

 

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype