
লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় হরতাল পালিত হয়নি সড়কে চলাচল করে যাত্রীবাহি বাস সহ সকল ধরনের যানবাহন বিএনপি জামাতের নৈরাজ্য পুলিশ হত্যা আগুন সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ,বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।গত শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যা, যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সহিংস ঘটনার প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ করেন। বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলকালে রাউজানে কোন হরতাল পালিত হয়নি। হরতাল চলাকালে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক সহ বিভিন্ন সড়কে সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্টান, ব্যবসা প্রতিষ্টান খোলা ছিল। হরতাল চলাকালে রাউজানের কোথায় ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দেখা যায়নি। হরতাল চলাকালে রাউজানের বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীর সদস্যদের সর্তক অবস্থানের দৃশ্য চোখে পড়ে।
রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল হারুন বলেন হরতালে রাউজানের বিভিন্ন এলাকায় পুলিশ অবস্থান নেয়। রাউজানে যানবাহন অফিস আদালত, ব্যবসা প্রতিষ্টান প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল।বিএনপি জামাত এর নৈরাজ্য পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, আগুন লাগিয়ে বাস সহ যানবাহন পুড়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে রাউজান উপজেলা আওয়ামী লীগ,অংগ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ করেন।২৯ অক্টোবর রবিবার সকালে অনুষ্টিত শান্তি সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর প্যনেল মেয়র বশির বউদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্টিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত,সহ সভাপতি কাজী ইকবাল,যুবলীগ নেতা সুমন দে সহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।অপর দিকে উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে উরকিরচর ইউনিয়নে বিশাল শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল এর নেতৃতে।বিএনপি জামাত এর নৈরাজ্যের প্রতিবাদে রাউজানের ১৪টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে শান্তি সমাবেশ,বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।