বৃহস্পতিবার-৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধন অনুষ্ঠিত

লোকমান আনছারী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালে অমিতাভ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপু।শিক্ষক বিপুল বড়ুয়ার সঞ্চালনায় কোরআন, গীতা,ও ত্রিপিটক পাঠ করেন বিদ্যালয় এর শিক্ষার্থীরা। স্বাগত ভাষণ প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিল্পী বৃন্দ।
বিদায়ী শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন, শিক্ষক সিদুল ধর ও শিক্ষক সাধনা প্রভা বড়ুয়া। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া পিএইচডি। এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া, অভিভাবক সদস্য অলকেশ বড়য়া তপু, সদস্য বাবু কুমার বড়ুয়া, সদস্য প্রবীর ধর, সদস্য উজ্জল মুৎসুদ্দি ও যুবলীগ নেতা নির্মল বড়ুয়া বাবু।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক উজ্জ্বল দেবনাথ, শিক্ষক স্বরূপ কুমার দাস,শিক্ষক আলী হায়দার। বিদায়ী শিক্ষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন ও সাধনা প্রভা বড়ুয়া।
পরে একে একে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মানপত্র, সম্মাননা স্মারক, ও উপহার সামগ্রী শিক্ষকদের হাতে তুলে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype