উৎপল বড়ুয়া
রাউজান উপজেলার পূর্বগুজরা ধূমারপাড়া আনন্দ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠানে। গত ০৯ অক্টোবর ২০২০খ্রিঃ, শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের পালি বিভাগীয় প্রধান প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব’র সাধারণ সম্পাদক শ্রীমৎ করুণাশ্রী থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শ্রীমৎ দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানবিরিয় মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শ্রীমৎ সুমিত্তানন্দ থের। সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক শ্রীমৎ দেববংশ থের, কাঠালভাঁঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনানন্দ থের, রামদাশ মহারবিহারের অধ্যক্ষ শ্রীমৎ করুণানন্দ ভিক্ষু, শ্রীমৎ সংঘমিত্র ভিক্ষু, ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। উদ্বোধনী ভাষণ দেন ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র, সমাজকল্যাণ সম্পাদক, বিহার কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক তাপস কুমার বড়ুয়া, সমাজসেবক সুভাষ চন্দ্র বড়ুয়া, সমাজসেবক বিধান চন্দ্র বড়ুয়া, একুশের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনিক বড়ুয়া, মঙ্গলাচরণ করেন শ্রীমৎ সুবিরানন্দ ভিক্ষু, শ্রীমৎ মহানাম ভিক্ষু, পঞ্চশীল প্রার্থণা করেন বিজয় বড়ুয়া, সজল বড়ুয়া বরণ সংগীতে ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘের শিল্পীবৃন্দ। আরো বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব বড়ুয়া রিকু, সাধারণ সম্পাদক বিটু বড়ুয়া, অর্থ সম্পাদক কনক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপনে চন্দন বড়ুয়া। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মদেশনাসহ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অশোক বড়ুয়া, মিল্টন বড়ুয়া, রয়েল বড়ুয়া। এছাড়া আরো পণ্ডিত প্রবর ভিক্ষু-সংঘ, উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকার উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠান উৎসবে পরিণত হয়।।