রবিবার-১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

রামগড়ে মাসিক আইন- শৃখলা কমিটি সভা

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা:

খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ জুন ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও মমতা আফরিন এর সভাপতিত্বে বক্তব্যে প্রদান করেন আইন-শৃঙ্খলা কমিটির উপদ্দেষ্টা ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি,ধর্ম- বর্ণ নির্বীশেষে সকলের প্রতি শান্তি-শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তবে উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, চোরের উপদ্রুব, পারিবাড়ীক ও ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পরবে বলে বক্তাগন বলেন। সভায় অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়। অপরদিকে- রামগড় উপজেলা পরিষদের মাসিক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কাউন্সিলর কণিকা বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype