রবিবার-১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

শান্তিপূর্ণ রাউজানে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে রাউজানবাসী ফজলে করিম চৌধুরী এমপি

শান্তিপূর্ণ রাউজানে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে রাউজানবাসী
ফজলে করিম চৌধুরী এমপি

লোকমান আনছারী চট্টগ্রাম

দক্ষিণ রাউজান নোয়াপাড়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি রাউজানের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি বহু কষ্টে অর্জিত যারা রাউজানে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাদেরকে মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে।২৭ আগস্ট রবিবার তিনি নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস ও দশ হাজার মানুষের মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই হুসিয়ারী উচ্চারণ করেন তিনি। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এইচ এম মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান বাবুল মিয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চুয়েট যাওয়ার পথে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক। তাকে মঞ্চে স্বাগত জানান এমপি ফজলে করিম চৌধুরী এমপি। প্রতিমন্ত্রি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী নির্বাচনে নৌকা প্রতিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে নির্বাচিত করে পঞ্চমবারের মত সংসদে পাঠাতে রাউজানের মানুষ ঐক্যবদ্ধ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া,লায়ন সাহাবুদ্দিন আরিফ,বিএম জসিম উদ্দিন হিরু,নিজাম উদ্দিন চৌধুরী,সৈয়দ আবদুল জব্বার সোহেল,রোকন উদ্দিন, মুক্তিযোদ্ধা ইউছুপ খান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাফর আহম্মদ,মন্জুরুল আলম,সৈয়দ মোজ্জাফর হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ,শফিউল আলম, বাগোয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সেকান্দর হোসেন,নুরুল ই্সলাম,ছাত্রলীগ নেতা সালা উদ্দিন,রুবেল বৈদ্য,মনিরুল ইসলাম মুরাদ প্রমূখ।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype