চির নিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
উপজেলা প্রশাসন থেকে গার্ড অব অনার প্রদান।
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর সুযোগ্য মহাসচিব,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা, সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর পুরোধা, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।২০ আগস্ট রবিবার আবুরখীল নিজ গ্রামে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘ নায়ক রতনশ্রী মহাথেরো এর সভাপতিত্বে এবং চম্পা কলি বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে মঙ্গলাচরান পাঠ করা হয়। এর পর শোক সঙ্গীত পরিবেশন করেন চন্দন কুমার বড়ুয়া ও প্রবীর বড়ুয়া।শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিদুয়ানুল ইসলাম,রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন,বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন,উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার,ইউনিয়ন আওয়ািমীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।আরো বক্তব্য রাখেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া,রিপন প্রসাদ বড়ুয়া,ইন্জিনিয়ার প্রদীপ বড়ুয়া,পুষ্পেন বড়ুয়া কাজল।এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ,বাদল পালিত,দিলীপ কুমার চুন্টু,সাধন পালিত,জিসু বড়ুয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও বৌদ্ধ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।