
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জে ডেঙ্গু সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। ডেঙ্গু সংক্রমণ কমাতে এডিস মশা নিধন কার্যক্রম শুরু করেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল।
শুক্রবার (১৮ই আগষ্ট) বিকেলে এডিস মশা নিধনের অংশ হিসেবে ঘিওর ইউনিয়ন পরিষদের ঘিওর বাজারের বিভিন্ন যায়গায় ফগার মেশিন দ্বারা মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ঘিওর উপজেলা বন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সচিব পলাশ চন্দ্র সাহাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল সকলকে পরিস্কার পরিছন্ন থাকতে এবং বসত বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান এর আঙিনা পরিচ্ছন্ন রাখতে ইউনিয়ন বাসীর প্রতি অনুরোধ করেন।