সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঈদুল আযহা উপলক্ষে রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন রাখতে বিভিন্ন স্পটে বসানো হয়েছে ডাষ্টবিন

লোকমান আনছারী চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন রাখতে পৌরভার বিভিন্ন স্পটে বসানো হয়েছে ডাষ্টবিন । কোরবানীর পশু জবাই করার পর কোরবানীর পশুর বর্জ্য ডাষ্টবিনে ফেলা হলে পৌরসভার পরিচ্ছনতা কাজে নিয়োজিত কর্মীরা ডাষ্টবিন থেকে বর্জ্য ও আর্বজনা সংগ্রহ করে নিয়ে গিয়ে পৌরসভার বর্জ্য ও আর্বজনা ফেলানোর নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে পৌরসভার গার্ভেজ ট্রাকে করে। ২৮ জুন বুধবার বিকালে সুলতান পুর জানালী হাটে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে ষ্টীলের তৈয়ারী বড় সাইজের ডাষ্টবিন বসানোর মাধ্যমে ডাষ্টবিন বসানোর কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । এসময়ে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সৈয়দ মোঃ সাহেদ আলী সুমন, সমাজ সেবক আবদুল মোনাফ সওদাগর, গিয়াস উদ্দিন, মিন্টু চৌধুরী, জাফর কোম্পানী, আবদুর রব চৌধুরী, ইসাহাক পাপ্পু, হাফেজ হেলাল, আবদুর সবুর । রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছনতা রাখতে পৌরসভার বিভিন্ন হাট বাজার বিভিন্ন স্পটে ময়লা আর্বজনা ফেলানোর জন্য ডাষ্টবিন বসানো হয়েছে । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের দু পাশে সর্তার ঘাট হালদা সেতু থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত বিভিন্ন স্পটে ৬০টি বড় সাইজের ষ্টীল দিয়ে তৈয়ারী ডাষ্টবিন বসানো হচ্ছে ।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype