লোকমান আনছারী চট্টগ্রাম
রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীলের বড় ভাই মৃদুল শীল (৬২) বৎসর বয়সে গত ২৬ জুন দিবাগত রাত ১০ টার সময় মুত্যুবরন করেন । মৃদুল শীল দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃদুল শীল মৃত্যুকালে এক ছেলে এক কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহি রেখে যায় । ২৭ জুন মঙ্গলবার সকাল দশটার সময়ে প্রয়াত মৃদুল শীলের মরদেহ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়াস্থ পারিবারিক শ্বশানে দাহ করা হয় । মৃদুল শীলের মৃত্যুতে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি সাহেদুর রহমান মোরাশেদ,এম রমজান আলী, জিয়াউর রহমান, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবিবী, কামরুল ইসললাম বাবু, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, প্রচার প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক যিশু সেন, সদস্য আরফাত হোসেন, রায়হান, রতন বড়ুয়া শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।