বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

ঘিওরে তাপদহে কদর বেড়েছে আখের শরবতের

আল মামুন ঘিওর মানিকগঞ্জ : দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ভয়াবহ তাপদহে সারা দেশের মত মানিকগঞ্জের ঘিওরেও জনজীবন বিপর্যস্ত। চলতি তাপদগ্ধ খেটে খাওয়া মানুষের হাঁস-ফাঁস অবস্থা। রাত-দিনের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের পাশাপাশি-পশু-পাখিও। গনগন লোডশেডিং ও তাপদহের মধ্যে খেটে খাওয়া, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ ভিড় করছে শরবতের দোকানে।

এদিকে, একটু স্বস্তির আশায় ডাব, ঠান্ডা শরবত বা পানি দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। গরম থেকে কিছুটা রেহাই পেতে কদর বেড়েছে, ডাব ও শরবতের পাশাপাশি, তালের শাসেরও ।

সরেজমিনে ( ৭ জুন ) বুধবার সকালে ঘিওর উপজেলার ব্যস্ততম হাট- বাজার, রাস্তার মোড় এলাকায় মৌসুমী ব্যবসায়ীদের দোকানে শরবত পানি,আনারস কেনার ভিড়ের দৃশ্য দেখা যায়।

আখের শরবত বিক্রি করতে আসা মোহাম্মদ আমিন মিয়া বলেন, অতিরিক্ত তাপদাহের কারণে লোকজন আখের শরবত খেতে আসে। আগের চেয়ে বর্তমানে বেচা বিক্রি ভালো।

কথা হয় আবুল হোসেনের সাথে। তিনি এসেছেন চরবাইলজুরী গ্রাম থেকে । হাটে বেচাবিক্রি করতে এসে ক্লান্ত হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে আখের শরবত খাইতেছেন। আক্ষেপের সুরে তিনি বলেন, কি করব আরছি কেনার টাকা তো আমার নেই তাই আখের শরবত খাইতেছি।

ই৭১জে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype