শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

রামগড় হাসপাতাল পরিদর্শনে চট্রগ্রাম বিভাগীয় স্থাস্থ্য পরিচালক

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা: জেলার রামগড়ে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, এমএইচভি, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সাথে কথা বলে হাসপাতালটির বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি এ সময় ল্যাব রুম, এক্সরে রুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

পরে হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ প্রতীক সেনসহ মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা -কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এর আগে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শণ ও এক মতবিনিময় সবায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, এমওসিএস ডাঃ টুটুল চাকমা ও রামগড় উপজেলা স্বাস্থ্য ওপঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতীক সেন ।

স্থানীয় এলাকাবাসী ও রোগীদের বিশ্বাস এ ধরনের পরিদর্শন হাসপাতালের সেবার মান বাড়াতে সহায়ক হবে এবং হাসপাতালের বিভিন্ন উন্নয়নসহ ৫০ শষ্যা হাসপাতালকে আধুনিকতায় রুপান্তর করে পুরোদমে জনবল নিয়োগদিয়ে চালু করার জোর দাবী জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype