রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতাঃ
জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবা র সকাল ১১টায় রামগড় উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রামগড় উপজেলা আ’লীগের কার্যালয়ে কেক কেটে ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
কেক কাটা শেষে রামগড় উপজেলা আ’লীগের কার্যালয়ে দোয়া এবং আলোচনা সভায় রামগড় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শামীম, শ্রমিক লীগ রামগড় উপজেলা শাখার সভাপতি জাহাংগীর আলমসহ উপজেলা পর্যায়ের আ’লীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।
বক্তাগন বলেন, আজ জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।