শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

রাউজানে হজরত মাগন হাজী (রঃ) জামে মসজিদের নির্মান কাজের উদ্বোধন

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম 

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত হজরত শাহ ছুপি সৈয়দ মাগন হাজী (রঃ) এর মাজারের পাশে রাউজানের সাপলঙ্গায় হজরত মাগন হাজী (রঃ) জামে মসজিদ নির্মান কাজ শুরু করা হয়েছে ।২৬ মে শুক্রবার সকালে রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন । এসময়ে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু বক্কর, সৈয়দ বাবুল, লোকমান হোসেন, আবু তাহের মনু সওদাগর, মহিউদ্দিন । মসজিদের নির্মানাদীন কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন সাহানগর সিকদার মাতা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সহায়তায় ৫০ লাখ টাকা ব্যয়ে সৈয়দ মাগন হাজী জামে মসজিদের নির্মান কাজ শুরু করা হয়েছে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype