
লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।২৫ মে বৃহস্পতিবার সকালে কবির স্মৃতিবিজড়িত রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এই কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজনৈতিক, সামাজিক সংগঠন। প্রথমে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু সহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।এ সময় পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা আবু সৈয়দ আলমগীর, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু,যুবলীগ নেতা ইকবাল হোসেন,ওয়াহেদ বাবলু ছাত্রলীগ নেতা আসিফ, আরমান সিকদার,ফয়সাল মাহমুদ, নাছির উদ্দিন, তারেক চৌধুরী প্রমুখ।উল্লেখ্য ১৯৩৩ সালে রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়ায় দুই দিন অবস্থান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সময় সাহিত্য সম্মেলনে কবিকে দেখতে রাউজানের ঢেউয়া হাজীপাড়া লোকে লোকারণ্যে পরিণত হয়েছিল।১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে সামরিক সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়। তিনি অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন।