
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় ১২ নং উরকিরচর ইউনিয়নে আবুরখীল খেলোয়ার সমিতি কর্তৃক আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া শানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।১৯ মে শুক্রবার বিকেলে আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর অভয় কুমার বড়ুয়া রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।
আবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুরখীল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া, ইউপি সদস্য দিবস বড়ুয়া, সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া জুনু,খেলোয়াড় সমিতির অর্থ সচিব অসীম বড়ুয়া অপু,সাবেক খেলোয়াড় দীনেশ বড়ুয়া, , রুপতি রঞ্জন বড়ুয়া, কাস্টমস কর্মকর্তা সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, রুপায়ন বড়ুয়া কাজল, যুবনেতা সংগঠক স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, ফুটবলার আশু বড়ুয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া খুলু, অপু বড়ুয়া, পলাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, বিরু বড়ুয়া, উদ্বোধনী খেলায় পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদকে টাইব্রেকারে হারিয়ে বিজয়ী হয় বড়িয়াখালী বৌদ্ধ তরুন সংঘ। ম্যাচ সেরার পুরস্কার পান রিমন বড়ুয়া।