বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

রাউজানে শিক্ষার্থীদের মাঝে ট্যাব-মূল্যায়ন খাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 

চট্টগ্রামের রাউজানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদরাসার নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মূল্যায়ন খাতা বিতরণ করা হয়েছে।শনিবার (১৩ মে) রাউজান উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহাজান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, পৌর প্যানেল মেয়র বশিরৈ উদ্দিন খান, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে একটি করে ট্যাব প্রদান করা হয়।একই সঙ্গে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ব্যক্তিগত অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার শিক্ষার্থীদের মাঝে মূল্যায়ন খাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype