নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উরকিরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫০০শ’ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় বিনামুল্যে জনপ্রতি ১০ কেজি চাউল পেয়ে দুস্থ মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।
উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল নিজে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন। চাল বিতরণ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব হোসাইন মোহাম্মদ তবারক,ইউপি সদস্য জয়া রানী বড়ুয়া, ফাতেমা খাতুন,ইউপি সদস্য জানে আলম,কাউছার আলম,শেখ মনিরুল ইসলাম,আরমান হোসাইন,শেখ নুরুল আজিম জুয়েল,তাপস বড়ুয়া,সাজ্জাদ শাহ,জাগির হোসেন,দিবস বড়ুয়া,সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন,সেলিম মেম্বার,ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।