
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাউজান উপজেলায় আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ দক্ষিণ রাউজান প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট ও ইসলামী ছাত্র সেনার ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার বৈজ্জ্যাখালী গেটস্থ সেন্টমার্টিন কমিউনিটি সেন্টারে প্রায় শতাধিক পরিবাররের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান দক্ষিণের সভাপতি স.ম জাফর উল্লাহর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরনবী, সাংবাদিক রমজান আলী, ইসলামিক যুব ফ্রন্ট রাউজান দক্ষিণের আহ্বায়ক সরওয়ার আলম, সচিব মুহাম্মদ এহছান উদ্দিন, ইসলামী ছাত্রসেনা রাউজান দক্ষিণের অর্থ সম্পাদক মোহাম্মদ মোরশেদ, মদুনাঘাট এস ইন্টান্যাশনাল এর স্বাত্ত্বাধিকারী মুহাম্মদ সেকান্দর হোসেন, সদস্য মাওলানা ইয়াছিন প্রমুখ।