মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যুদ্ধ কুমার পাড়া যুব উন্নয়ন কমিতির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা দুর্গম বেলছড়ি ইউনিয়নের যুদ্ধ কুমার পাড়ায় গতকাল যুদ্ধ কুমার যুব উন্নয়ন সমিতি ক্লাব উদ্যোগে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৈশ্বিক করোনাভাইরাসকে বিবেচনা করে খুব সাদামাদাভাবে উদযাপন করা হয় অনুষ্ঠানটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যতীন বন্ধু কারবারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস৭১ টিভি প্রকাশক ও সম্পাদক এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সহ-সভাপতি, ত্রিপন জয় ত্রিপুরা।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,অর্পণ বিকাশ ত্রিপুরা।
প্রধান আলোচক হিসেবে ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, পিন্টু বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মানুরাগী সমাজসেবক বীরেন্দ্র কিশোর ত্রিপুরা, এলাকার মহিলা কারবারি মনীষা রোয়াজা, চেলাছড়া শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটির প্রাক্তন সাধারন সম্পাদক, প্রীতি রঞ্জন ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রসমাজ।
এ সময় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মানুষকে রাজনৈতিক জীব উল্লেখ করে সংগঠন শিক্ষা একতা ছাড়া জাতির মুক্তি নেই। শিক্ষা, একতা, ধর্মচর্চা মানুষকে ন্যায়ের পথে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় তাই সবাইকে ঐক্য হয়ে সমাজের সুখে-দুখে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বানও জানান।
এ সময় প্রধান অতিথি ক্লাবসহ আনুষাঙ্গিক সমস্যাগুলো চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন এবং এলাকার কিছু সমস্যা-সম্ভাবনা কর্মকাণ্ড গুলো সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় অন্যান্য বক্তারা বলেন সমাজ দেশ ও জাতির উন্নয়নে সংগঠন, সুশাসন ও সুশিক্ষার কোন বিকল্প নেই তাই সমাজের সর্বস্তরের জনগণ পরিকল্পনামাফিক একাগ্রতার হয়ে একসাথে কাজ করলে অনেক কিছু খুব সহজভাবে অর্জন করা সম্ভব বলেও উল্লেখ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype