মোহাম্মদ অলিউল্লাহ .
শুক্রবার বিকাল ২ঘটিকার সময় কাজির হাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন, ইসলামী এজেন্ট ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইব্রাহিম তালুকদার সাহেব। এবং আরো উপস্থিত ছিলেন ভুজপুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। বানববন্ধনে ভুজপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ইব্রাহীম তালুকদার সাহেব বলেন. ৬.ইউনিয়ন নিয়ে গঠিত ভুজপুর থানার নাম ভুজপুর করা হয়েছে। ভুজপুর এটা গোটা ভুজপুর থানার ঐতিহ্যবাহী একটা নাম সেখানে অন্য উপজেলার নাম বা অল্প কিছু অংশ প্রবাহীত একটা নদীর নামে কখনো ভুজপুর উপজেলার নাম হতে পারেনা। যদি তেমন হয় তাহলে ভুজপুরের শত বছরের ঐতিহ্য কে অপমাণ এবং ভুজপুর থানাবাসীর প্রতি অন্যায় করা হবে. উক্ত মানববন্ধনে তিনি এমপি মহোদয় এবং জননেত্রী মানণিয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি বিনিত অনুরুধ করে বলেন ভুজপুর থানার সর্ব স্থরের মানুষের দাবী ভুজপুরের শত বছরের ঐতিহ্য কে দরে রাখতে প্রস্তাবিত ভুজপুর উপজেলা কে ভুজপুর থানার নামকরণ অনুস্বরন করে ভুজপুর নাম করণ করার জোর দাবী জানান.