রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে উরকিরচর ইউনিয়নে মিরা পাড়া মসজিদুল মেরাজ জামে মসজিদ ও কবরস্থান উন্নয়ন কাজের জন্য নগদ ১ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করা হয়।এ উপলক্ষে গত শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গনে উপস্থিত থেকে এ অনুদান প্রদান করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার,সহ সভাপতি আব্দুল হক,উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল বাশার,আলহাজ্ব আব্দুল খালেক,আলহাজ্ব নুরুল আমিন,আবদুল ওহাব বাবুল,জব্বার আলী,সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।