আল মামুন ঘিওর মানিকগঞ্জ,
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের ২নং ওয়ার্ডের নবীনের মুদি দোকান হতে মোমিন মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের বাঁধা হয়ে দাঁড়ানোর অভিযোগ উঠেছে মোঃ রেজাউল করিম উজ্জ্বল দরজির বিরুদ্ধে । শুধু এই রাস্তাই নয় এছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থাণীয় লোকজনের মাঝে ।
এ বিষয়ে এলাকাবাসী দুঃখ করে বলেন, রাস্তার অভাবে মানুষের বাড়ি বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হয় । শুধু লাশ নয়, জরুরি মুহূর্তে ডেলিভারি রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হয় না । স্থানীয় লোকজন আরো জানান, কাগজ পত্র ও নকশায় আদিকালের রাস্তা উল্লেখ রয়েছে । এই রাস্তা ভরাট কাজের জন্য মানিকগঞ্জ-১ আসনের এমপি মহোদয় এ.এম নাঈমুর রহমান দুর্জয় উন্নয়ন কাজের জন্য প্রকল্প দিতে চেয়েছিলেন । কিন্তু স্থানীয় লোকজন তাদের ব্যক্তিগত অর্থায়নে কাজটি শুরু করে । পাশের সরকারি জায়গার মাটি দিয়ে রাস্তার কাজ চলছিল । গতকাল ৪ এপ্রিল তারিখে ঘিওর সহকারী কমিশনার ভূমি সেখানে গিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে । রাস্তার উন্নয়ন কাজে বাঁধা দেওয়ার বিষয়ে স্থানীয় প্রভাবশালী উজ্জ্বল দরজির বিরুদ্ধে স্থানীয় লোকজনের মাঝে অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে বড় টিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খান নাম প্রকাশ না করার শর্তে জানান , অনেক ক্ষমতাশালী যিনি এই রাস্তার উন্নয়ন কাজে বাঁধা দিচ্ছেন ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু জানান, একটু বৃষ্টি হলেই হিজুলিয়া গ্রামের লোকজন যাতায়াত করতে পারত না । হিজুলিয়া গ্রামের প্রায় সব রাস্তার উন্নয়ন কাজ শেষ । এই রাস্তাটি হলে হিজুলিয়া গ্রামের মানুষের কষ্ট থেকে রেহাই পাবে । হঠাৎ করে না বুঝে, না জেনে সেখানে রাস্তার কাজ কেন বন্ধ করার চেষ্টা করলেন তা প্রশ্নবৃদ্ধ বিষয় ।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ রেজাউল করিম উজ্জ্বল দরজির সাথে কথা বললে তিনি বলেন আমার নামে আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট আমি এই রাস্তার কাজে কোনো বাধা দেয়নি বরং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু লোক আমার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে।
না জেনে বুঝে হঠাৎ করে এহেন অভিযান পরিচালনা করে রাস্তার কাজ বন্ধ করার বিষয়ে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহছেন হোসেন এ রিপোর্ট লেখা পর্যন্ত ফোন কল রিসিভ করেননি ।