
রাউজান প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।( ৫ এপ্রিল) বুধবার বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আব্দুল ওহাব।প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ছিলেন জমিয়তুল মোদার্রেছীন বাংলাদেশ রাউজান উপজেলার সভাপতি ও কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী,রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিছ ও জমিয়ত নেতা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী, জমিয়তুল মোদার্রেছীনের অর্থ সম্পাদক ও রাউজান মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মন্নান চৌধুরী, পূর্ব রাউজান শমসের নগর তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার শায়ের মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদের কাদেরী। সংগঠক আরফানুল ইসলাম আবিরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ ছাবের হোসেন,পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।এ প্রতিযোগিতায় রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রাউজান মহিলা আলিম মাদ্রাসা, শাহনগর, সাপলঙ্গা, দলিলাবাদ,মিঠাপুকুর পাড় হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী মিলে মোট ৫০জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এই প্রতিযোগীদের মধ্যে থেকে ৩টি ক্যাটাগরিতে ছাত্র- ছাত্রী মিলে ১৫জন প্রতিযোগীদের বিজয়ী ঘোষনা করা হয়। পরে পৌরসভার পক্ষ থেকে বিজয়ীদের মাঝে প্রাইজমানি সহ পুরস্কার বিতরণ করা হয়।