শুক্রবার-১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্য সহনীয় রাখতে দক্ষিণ রাউজানে পুলিশের বাজার মনিটরিং

রাউজান প্রতিনিধি

পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে দক্ষিণ রাউজানের বড় বাণ্যিজিক কেন্দ্র নোয়াপাড়া পথের হাট বাজার মনিটরিংয়ে নেমেছে রাউজান থানা পুলিশ। ৩ এপ্রিল সোমবার এই অভিযান চালানো হয় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়াকে সাথে নিয়ে। অভিযানে নেতৃত্বদানকারী সহকারি পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ূন বলেছেন বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার সতর্ক বার্তা দিতেই এই অভিযান। চেয়ারম্যান বাবুল মিয়া বলেছেন যারা রমজানের দিনে মানুষকে জিম্মী করে অতি মোনাফা করবে তাদের ছাড় দেয়া হবে না। অভিযানের সময় কম দামে তরমুজ কিনে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর মওজুত করা প্রতিটি তরমুজ ষাট টাকা করে তৎক্ষনিক বিক্রির নির্দেশ দেন। এসময় অভিযানে উপস্থিত ছিলেন, রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল, এসআই জয়নাল,রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী,সদস্য রায়হান ইসলাম,মেম্বার নুরুল ইসলাম, সেকান্দর হোসেন,ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype