শুক্রবার-১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

রাউজানের পাহাড়ী উপজাতীরা পাচ্ছে প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘর ও শিক্ষা ব্যবস্থাসহ নানা সুবিধা

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার ১নং
হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার বৃকবানুপুর, বৃন্দ্বাবন পুর এলাকা। বৃকবানপুর ও বৃন্দ্বাবনপুর পাহাড়ী এলাকায় বসবাস করে ৫২টি উপজাতীয় পরিবার। ৫২ টি উপজাতীয় পরিবারের নারী ও পুরুষ কৃষি কাজ, চাষাবাদ. সব্জি ক্ষেত, দিনমুজুর ও কৃষি শ্রমিকের কাজ করে যে টাকা আয় করে ঐ টাকা দিয়ে জীবিকা নির্বাহ করে। উপজাতীয় সম্প্রদায়ের বাসিন্দ্বারা বাঁশের বেড়া টিনের ছাউনি দিয়ে নির্মান করা ঘরে ও মাছাং ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। উপজেতাীয় সম্প্রদায়ের ছেলে মেয়েরা হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জানিপাথর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাশ্ববর্তী কাউখালী উপজেলার ডাবুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এস এম চৌধুরী উচ্চ বিদ্যালয়, রাউজান কলেজে লেখাপড়া করেন।সম্প্রতি রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের বৃন্দ্বাবনপুর, বৃকবানপুর এলাকায় বসবাসকারী উপজাতীয় সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের জন্য রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় প্রধান মন্ত্রীর কার্যলয় থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে । এই সব প্রকল্পের মধ্যে বিশুদ্ব পানি পান করার জন্য গভীর নলকুপ বসানো হয়েছে। উপজাতীয় সম্প্রদায়ের বাসিন্দ্বাদের জন্য নির্মান করে দেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার, উপজাতীয় সম্পদায়ের বাসিন্দ্বাদের যাতায়াতের জন্য নির্মান করা হয়েছে সড়ক। উপজাতীয় সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্টানে যাতায়াতানের জন্য দেওয়া হয়েছে বাইসাইকেল। তাদের বসবাসের জন্য পাকাঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানে বসবাসকারী উপজাতীয় সম্প্রদায়ের বাসিন্দ্বাদের জীবন মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যলয়ের অর্থায়নে এবার দশটি পরিবারের জন্য নির্মান করা হচ্ছে পাকাঘর, তাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য দেওয়া হয়েছে নতুন সাইকেল। উপজাতীয় সম্প্রদায়ের বাসিন্দ্বাদের বসবাসরত এলাকায় বিদ্যুৎ লাইননির্মান করে দেওয়া হচ্ছে। বসানো হচ্ছে গভীর নলকুপ।গত রবিবার রাউজানের হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার বৃকবানুপুর, বৃন্দ্বাবনপুর উপজাতীয় সম্প্রদায়ের বাসিন্দ্বাদের জন্য পাকাঘর নির্মান কাজ পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরেেশদ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুৃক্তিযোদ্বা শফিকুল ইসলাম, মেম্বার ফিরোজ আহম্মদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype