রাউজান প্রতিনিধি :গুরুতর অসুস্থ দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীলকে নিজ বাড়িতে দেখতে ছুটে গেলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।গত বুধবার বিকালে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ড ঢেউয়াপাড়াস্থ সাংবাদিক প্রদীপ শীলের বাস ভবনে মেয়র ছুটে যান। এসময় মেয়র প্রয়োজনীয় চিকিৎসার খবরা-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক ছাত্রনেতা গৌরাঙ্গ পালিত, সমাজ সেবক কাজল বোস, পৌর সভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, সাংবাদিক কামাল উদ্দিন হাবিবী, সাংবাদিক রায়হান ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সাবের হোসেন, সবুজ দে ভানু, ইকবাল হোসেন, রাউজান পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্র নেতা উজ্জ্বল দে, নিউটন চৌধুরী সহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরে সন্ধ্যায় অসুস্থ সাংবাদিক প্রদীপ শীলকে দেখতে আসেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ। উল্লেখ যে, গত ২৬ মার্চ রবিবার নগরীর ম্যাক্স হাসপাতালে সাংবাদিক প্রদীপ শীলের ল্যাপারোস্কপির মাধ্যমে পিত্তথলীর পাথর অপারেশন করা হয়। ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের কনসালটেন্ট ডাক্তার শান্তনু বিশ্বাস ও বিশেষজ্ঞ ডাক্তার কাজল নাথের তত্বাবধানে এ অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়।