আল মামুন ঘিওর মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ভিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীতে অষ্টমী স্নান করেছেন হিন্দু পুণ্যার্থীরা। বুধবার ( ২৯ মার্চ ) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ স্নানোৎসব অনুষ্ঠিত হয়।
ঘিওর সরকারি কলেজ সংলগ্ন নদীতে শতশত হিন্দু পূণ্যার্থী নারী-পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা এ অষ্টমী স্নানে অংশ গ্রহণ করেন। এ উপলক্ষে ধলেশ্বরী নদীর তীরে উপজেলার সাহাপাড়া, বিশ্বাস পাড়া , হালদার পাড়া, শীলপাড়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। অস্টমী স্নান শেষে পূণ্যার্থীরা স্থানীয় মন্দিরে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান করে। এ উপলক্ষে অষ্টমীর স্নান কমিটির উদ্যোগে সহস্রাদী পুণ্যার্থী ভক্তদের মাঝে খিচুরি ও মিষ্টি বিতরণ করা হয়।
ঘিওর উপজেলা প্রজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ বলেন এখানে হিন্দু ধর্মাবলম্বীদের পূনার্থীরা স্নান করতে আসে তাদের পরিবারের শান্তি কামনার জন্য।
স্নান উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র সাহা বলেন আমাদের আজকের আয়োজন যেন ভবিষ্যতেও এভাবে হয়। এবার যতটুকু ভুল ত্রুটি ছিল আগামীতে আমরা সব শোধরে নেব আশা করি আগামীতে এখানে মেলার আয়োজন করা হবে।
অষ্টমীর স্নান কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় বলেন, অষ্টমী স্নান উপলক্ষে ধলেশ্বরী নদীর তীরে পৃথক কোনো স্নানঘাট নির্মাণ না করায় পুণ্যার্থীদের নদীতে নেমে স্নান এবং পূজা অর্চনা করতে দুর্ভোগে পড়তে দেখা যায়।