শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহান স্বাধীনতা দিবসে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের সাথে সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানান

  1. রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি’কে সাথে নিয়ে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

২৬ মার্চ রবিবার সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করার পর রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সিনিয়র সদস্য ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনচারী,অর্থ সম্পাদকশাহাদাৎ হোসেন সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, বিশ্বের বুকে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের নজীর দ্বিতীয়টি নেই। মহান মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি, সাহস আর প্রেরণার উৎস হয়ে থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype