৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি'কে সাথে নিয়ে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
২৬ মার্চ রবিবার সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করার পর রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সিনিয়র সদস্য ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনচারী,অর্থ সম্পাদকশাহাদাৎ হোসেন সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, বিশ্বের বুকে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনের নজীর দ্বিতীয়টি নেই। মহান মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি, সাহস আর প্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.