
আল মামুন মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সানমুন স্কুলের শিক্ষক অতনু সাহা নামের এক যুবক পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ৩৫ বছর আগে তার বাবা না ফেরার দেশে চলে গেছেন। ছোটবেলা থেকেই তার কষ্টের জীবন মায়ের কথা ভেবে সে এখনো বিয়ে করেনি। বৃদ্ধা মা’কে দেখার মত তার আর কেউ রইল না।
অতনু সাহা স্থানীয় একটি কিন্ডার গার্ডেন সানমুন স্কুলে শিক্ষকতা করে তার মাকে নিয়ে জীবন যাপন করেন। গতকাল শুক্রবার ( ২৪ মার্চ ) স্টোক জনিত কারণে ঘিওর মুন্নু মেডিকেল হসপিটালে আনুমানিক দশটা ত্রিশ ঘটিকার সময় পরলোকগমন করেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল বলেন অতনু আমাদের এস এস সি ২০০১ সালের বন্ধু। ছোটবেলা থেকেই সে নম্র ভদ্র এবং সহজ সরল ভাবে জীবন যাপন করেন। তার বাবা তাকে ছোট রেখেই পরলোক গমন করেন। অতি কষ্টের মাঝে অতনু পড়ালেখাসহ পরিবারের ভার গ্রহণ করেন । অতনু সাহা খুবই সহজ সরল ছিলেন । ঘিওর উপজেলা বন্ধু মহলের পক্ষ থেকে অতনুর আত্মার মাগফেরাত কামনা করছি।