শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গুণী শিক্ষক সম্মাননা ও লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর’স টিমের সংবর্ধনা প্রদান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট ও বাকলিয়া ক্লাবের যৌথ উদ্যোগে গুণী শিক্ষক সম্মাননা ও লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর’স টিমের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক ববি বড়ুয়া এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৪ এর ২য় জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহাম্মেদ সিদ্দিকী এমজেএফ।

সংবর্ধিত শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, অধ্যক্ষ তেহরান সব্হর ও শিক্ষক অজিত কুমার আইচ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কেবিনেট সেক্রেটারি ট্রেজারার এস এম আশরাফুল আলম আরজু,ক্লাব এডভাইজর লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন সেলিম উদ্দিন শিকদার এমজেএফ। আরও বক্তব্য রাখেন বাকলিয়া লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন কামরুল হাসান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,লায়ন হুমায়ুন কবির,লায়ন ডাক্তার নওশাদ আহমেদ খান,জোন চেয়ারপার্সন লায়ন মাহবুব রানা,লায়ন একে এম সালাউদ্দিন এমজেএফ,লায়ন গিয়াস উদ্দিন,লায়ন নিপু বড়ুয়া,লায়ন ডাক্তার প্রণব বিশ্বাস,লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া,লায়ন ইমরুল চৌ. লায়ন রাজিব বিকাশ বড়ুয়া,লায়ন প্রদীপ চৌ।

সহযোগিতায় ছিলেন লিও ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর সভাপতি লিও পেয়ার মাহমুদ আফসার,সেক্রেটারি লিও মোহাম্মদ হাসবি,ট্রেজারার লিও মোঃ তানভীর রহমান,লিও মোঃ মিজান চৌ., লিও মোঃ মাসুক হোসাইন,লিও মোঃ বেলাল,লিও মুরাদুল ইসলাম দিপু,লিও মোঃ আবদুল মজিদ রাহাত,লিও ফারহান ফুয়াদ,লিও সাদিয়া মুশাররাত,লিও শিশির বড়ুয়া,লিও মোঃ জুবাইদুল,লিও সম্যক শুভ,লিও অপরুপা বড়ুয়া,লিও মোঃ আরিয়ান সহ অন্যান্য লিও নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype