
রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ, ৬ষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, অবসর প্রাপ্ত শিক্ষক ও ২০২৩ সালের এস এস সি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন।প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া পিএইচডি, প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুরখীল খেলোয়ার সমিতির অর্থ সম্পাদক অসীম কুমার বড়ুয়া অপু,বিধান বড়ুয়া মুন্না,ছোটন বড়ুয়া,অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া,বাবু বড়ুয়া,প্রবীর ধর,উজ্জ্বল মুৎসুদ্দি,প্রতিমা ভট্টাচার্য,অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শম্বু চক্রবর্তী,স্বপন কুমার বড়ুয়া,রূপম বড়ুয়া,কবির আহম্মদ,সিদুল কান্তি ধর,মোহাম্মদ মঈন উদ্দিন,সাধনা প্রভা বড়ুয়া,ইউপি সদস্য দিবস বড়ুয়া,আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অলকেশ বড়ুয়া তপু,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,শিক্ষক উজ্জ্বল প্রসাদ দেবনাথ,স্বরুপ কুমার বড়ুয়া,মোহাম্মদ খোরশেদ আলম,মোহাম্মদ আলী হায়দার, সোহেল উদ্দিন,বিপুল বড়ুয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।৭ম শ্রেনী
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় থেকে অধ্যায়নরত ৭ম – ১০ম পর্যন্ত ক ও খ শাখার ৬ জন করে মোট ২৪ জন, ৭ম ও ৮ম শ্রেনী প্রতিজন ২৫০০ টাকা, ৯ম ও ১০ম শ্রেনী প্রতিজন ৩০০০ টাকা করে মোট ৬৬’০০০ হাজার টাকা হরিপদ ও জ্যোৎস্না বৈদ্য শিক্ষা সহায়তা শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।