
রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলায় নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথমে সকাল ৯টায় উপজেলা সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। এরপর সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন একে একে বঙ্গবন্ধু এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মিলনায়তনে।সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,ওসি তদন্ত সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন,সাধন পালিত, হাসেম চৌধুরী, রেজাউল আলী। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী উপস্থিত ছিলেন।