
রাউজান প্রতিনিধি :রাউজান পৌর আওয়ামিলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৭ মার্চ রাউজান সদর জলিল নগরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামিলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।পৌর আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান,পৌর আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, পৌর আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খান চৌধুরী,আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, টিপু দে, লাকী কান্তি দে সহ অনেকেই। মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত করেন মাওলানা নাছির উদ্দিন।