
লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে হযরত লাল মিঞা শাহ তৃতীয় রাত্রীকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনে শেষ হয়েছে।১০ মার্চ শুক্রবার রাতে উরকিরচর লাল মিয়া শাহ মেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।উরকিরচর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন প্রবাসী রুহুল আমিন,বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন,ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল,উরকিরচর জনতা সংগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী,মোরশেদ মন্টু,রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি এস এম সানাউল্লাহ।মোহাম্মদ পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল,মুন্না,এরশাদ,আশরাফুল ইসলাম,সাজ্জাদ,আবু তালেব,সাকিব,বাবু সহ অন্যান্যরা।খেলায় মোহাম্মদ শহিদুল আমিন স্টিল গ্যালারী ফুটবল একাদশ ২-১ গোলে হযরত লাল মিঞা শাহ ফারণিচার গ্যালারি কে পরাজিত করে জয় লাভ করে।টুর্নামেন্টের সকল খেলা পরিচালনা করেন আব্দুল করিম,সাকিব,হিরা,সাজ্জাদ,আমান,নয়ন,সজিব,নেজাম,রিফাত সাব্বির, জিহাদ, বাধন, জামি,রিয়াজ, সাব্বির, আসিফ,রাজিদ।