
লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম: রাউজান প্রেসক্লাবের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভার জলিল নগরে প্রেসক্লাবের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক নবীদুল আলম, এডভোকেট সাহেদ উল্লাহ জনি, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা মো. আসিফ, নাছির উদ্দীন, শ্রমিক নেতা জালাল উদ্দীন চুনচুন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া প্রমুখ, সঞ্জয় বড়ুয়া মুন্না।উল্লেখ্য ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাউজান প্রেসক্লাব । সেই থেকে অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেয়া হয়৷