
লোকমান আনছারী রাউজান চট্রগ্রাম :রাউজান গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( পহেলা মার্চ) সকালে রাউজান মুন্সিরঘাটাস্থ রাউজান গ্রামার স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান গ্রামার স্কুলের পরিচালক ও নোয়াপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক এম আবু তৈয়ব। সভাপতিত্ব করেন রাউজান গ্রামার স্কুলের পরিচালক, ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সমাজ সেবক এম সাজ্জাদুল আলম। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্ববাধায়কের দায়িত্বে ছিলেন শিক্ষিকা কামরুন নাহার। শিক্ষক মো. জাহেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীক কো-অর্ডিনেটর রুবেল কান্তি নাথ। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবু তালেব রানা, আমীর খসরু, রিমা রায়, রুমা আকতার, পপি পাল, স্মৃতি, চন্দনা সরকার। এসময় রাউজান গ্রামার স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।