শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সঞ্চারী নৃত্যকলা একাডেমির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যীশু সেন  বিশেষ প্রতিনিধি : নৃত্য শিল্পীদের নান্দনিক ও মনোমুগ্ধকর পরিবেশনা, সংস্কৃতি চর্চা অনুশীলনের মাধ্যমে মেধা ও মননের উৎকর্ষ সাধন সম্ভব। নন্দিত নৃত্যের ছন্দে ধ্বনিত হোক সঞ্চারীর সৃজনশীল কর্মকাণ্ড। নৃত্যকলা চারিত্রিক জীবন গঠনের ঘনিষ্ঠ একটি শৈল্পিক মাধ্যম। বোধ-উপলব্ধি যত ঋদ্ধ হবে, নৃত্যের অভিব্যক্তিও তত সুন্দর হবে। গত ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সঞ্চারী নৃত্যকলা একাডেমির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “নন্দিত নৃত্যের ছন্দে” শিরোনামে নৃত্যানুষ্ঠানে বক্তারা একথা বলেন। সঞ্চারী নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক নৃত্যশিল্পী স্বপন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রাজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রাক্তন উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা.অঞ্জন কুমার দাশ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (মহিলা) ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক মিলি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, চট্টগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগ মাদারবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো: মাঈন উদ্দিন জুয়েল, চলচিত্র শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেতা সাদমান সাদিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সপ্তর্ষি বড়ুয়া তমা। গুণী শিল্পী পুরস্কার পেলেন রোকন উদ্দিন সেতু, কৃতি শিক্ষার্থী পুরস্কার পেলেন মেগান্দ্রিলা ভট্টাচার্য। নৃত্যানুষ্ঠানে প্রায় ১২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন অধ্যক্ষ স্বপন বড়ুয়া পরিচালনায় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype