শুক্রবার-৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ফেব্রুয়ারির ১০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬৪ কোটি ৩০ লাখ টাকা ৬০ হাজার ডলার

অনলাইন ডেস্ক : চলতি ফেব্রুয়ারির ১০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬৪ কোটি ৩০ লাখ টাকা ৬০ হাজার ডলার। প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে যা ৬ হাজার ৭৭০ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্যে জানা গেছে, এই টাকার পরিমাণ জানুয়ারি মাসের চেয়ে কিছুটা কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ডলার ৬ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসখ্যান অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট দুই মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এরপরই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা কমতে থাকে।

এদিকে সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসে প্রবাসী আয় আসে যথাক্রমে ১৫২ কোটি ৯৬ লাখ ডলার ও ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। এরপর থেকেই প্রবাসী আয় আসা বাড়তে থাকে। সর্বশেষ গত জানুয়ারি মাসে এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। আগের অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype