
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রজ্ঞা বহ্নি বড়ুয়া এবারের এইস এস সি পরীক্ষায় পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকেে গোল্ডেন এপ্লাস পেয়েছে । সে এসএসসিতেও পাবনা সরকারী গার্লস স্কুল থেকে গোল্ডেন এপ্লাস পেয়েছিল ।
সে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া বৈদ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত ফণিভুষণ বড়ুয়া ও আবুরখীল গ্রামের দানশীল ব্যাক্তিত্ব মৃত সত্যেন্দ্র নাথ বড়ুয়ার নাতনী এবং রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার ভাগনী । সে ইতিমধ্যে সংগীত জগতেও তার প্রতিভার সাক্ষর রেখেছেন ।
প্রজ্ঞা বলেন তার মা অপর্না বড়ুয়া মুন্নি ও ব্যাবসায়ী বাবা খোকন বড়ুয়ার প্রতি অসীম স্নেহ ও ভালোবাসা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় আজ এই ফলাফল ।
সে দৈনিক পাঁচঘন্টা লেখাপড়া করেছেন । তার এই সাফল্যে বাবা মা এবং শিক্ষকরা খুব খুশী ।
প্রজ্ঞার ইচ্ছা ডাক্তার হয়ে মানুষের সেবা করার । সে সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করছেন ।