
রাউজান প্রতিনিধি : রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার তার সরকারী বাসভবনের চার পাশে সব্জি ক্ষেতের চাষাবাদ করছেন। সব্জি ক্ষেতের মধ্যে ফুলকপি, বাধা কপি, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পুই শাক, পালং শাক, টমোটো, শষা, বরবটি, ক্ষিরা, পুদিনা, ধন্যা পাতা, মরিচ, শিম রয়েছে।
সরকারী বাসভবনের বাইরে পরিত্যক্ত জায়গায় লাউ, মিষ্টি কুমড়া, বরবটি ক্ষেতের চাষাবাদ করেছেন। এছাড়া সরকারী বাসভবনের পাশে থাকা জমিতে বিভিন্ন প্রজাতির আম, জামরুল, পেপেঁ, লিচু গাছের চারা রোপন করা হয়েছে। এসব ফলগাছে ফলন এসেছে। আম গাছে আমের মুকুল, পেপে গাছে পেপে ধরেছে। সরকারী বাসভবনের ছাদে ড্রাগন ফলের চাষাবাদ করা হয়েছে। ড্রাগন ফলের গাছে ড্রাগনের ফলন এসেছে।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার বলেন, রাউজানের সাধারন মানুষকে চাষাবাদে উৎসাহিত করতে আমি নিজেই সব্জি ক্ষেত ও ফলের চাষাবাদ করেছি। আমার সব্জি ক্ষেত থেকে উৎপাদিত সব্জি রান্না করে ও ফলের চাষাবাদ থেকে ফল নিজেই পরিবারের সদস্যদের খেয়ে আনন্দ পায়। এছাড়া ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ও প্রতিবেশীদের মধ্যে বিতরন করি। রাউজানের কয়েকজন সাংবাদিকদের মধ্যে আমার ক্ষেতের সব্জি উপহার দিতে পেরে আনন্দিত হয়েছি।
১ ফেব্রুয়ারী বুধবার সকালে নিজের সব্জি ক্ষেত থেকে সব্জি তুলে সাংবাদিকদের মধ্যে উপহার দেওয়ার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা মৎস সম্প্রসারন অফিসার আবদুল্লাহ আল মামুন।